ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর শহরের চুনারুঘাটা ব্রিজ এলাকায় ট্রাক ও অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের চুনাঘাটা বেরিবাঁধ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খলিল মণ্ডলেরহাটের আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) এবং একই এলাকার লাল মিয়া শেখের ছেলে লাভলু শেখ (২৮)।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, হতাহতরা ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকা থেকে ইজিবাইকযোগে শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে হাসেম পাটাদার (৪০) ও লাভলু মিয়া (২৮) মারা যায়। বাকিরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।