Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ বরদাশত করবে না : সোহেল

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :  

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেন, নির্বাচন নিয়ে আর কোনো ষড়যন্ত্র দেশের মানুষ বরদাশত করবে না। কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তা জনগণই ঠিক করবে। তাই ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র মানুষ আর সহ্য করবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকার আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষামূলক সেমিনারের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো, সেটাতে কোনো তোয়াক্কা করতো না। মানুষ কি খেলো না খেলো, মরলো না বাঁচলো তাতে তাদের কোনো খেয়াল ছিল না। তারা তো ভালো আছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের নানা সমালোচনা করে সোহেল বলেন, গত ১৬ বছর জনগণের সরকার না থাকায় দেশের খুবই খারাপ অবস্থা ছিল। এতদিন জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিলো না বলে যারা ক্ষমতায় ছিল তাদের কাছে জনগণের কোনো মূল্যই ছিল না। তবে সামনে জনগণের প্রতিনিধিত্বের জন্য একটি ভালো ও পরিচ্ছন্ন নির্বাচনের আয়োজন করতে হবে। কারণ জনগণ কখনো ভোট দিতে ভুল করে না।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব আরও বলেন, বিগত সময় হাসিনার যাকে পছন্দ হতো তাকেই বিনা ভোটে পার্লামেন্টে নিয়ে আসতো। প্রতিবেশী দেশে যেমনি ফিল্ম থেকে তারকা পার্লামেন্টে আনে তেমনি বাংলাদেশেও হাসিনা করেছে। এসময় দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বাণিজ্যখাতে বহু কাজ পড়ে আছে জানিয়ে আগামিতে যারাই সরকারে আসবে এগুলোকে আগে এগিয়ে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে, পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেনো ভোট দেবো? তুমি ছিনেমায় আছো, তুমি ছিনেমায় থাকো।

বিএনপির এ নেতা বলেন, আমাদের দেশের ফেরদৌসদের কথা বলবেন, তারা তো পার্লামেন্টে গেছে। এটাতো ভাই ভোট না। যাকে হাসিনা পছন্দ করেছে তাকেই পার্লামেন্টে নিয়ে গেছে।

প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. মো. ফরহাদ হাসান চৌধুরির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থি ছিলেন, ডা. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো. ফারুক আহম্মেদ, ডা. মো. এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো. রাশেদ আনোয়ার, ডা. মো. রেজাউল আলম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ বরদাশত করবে না : সোহেল

প্রকাশের সময় : ০৯:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :  

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেন, নির্বাচন নিয়ে আর কোনো ষড়যন্ত্র দেশের মানুষ বরদাশত করবে না। কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তা জনগণই ঠিক করবে। তাই ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র মানুষ আর সহ্য করবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকার আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষামূলক সেমিনারের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো, সেটাতে কোনো তোয়াক্কা করতো না। মানুষ কি খেলো না খেলো, মরলো না বাঁচলো তাতে তাদের কোনো খেয়াল ছিল না। তারা তো ভালো আছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের নানা সমালোচনা করে সোহেল বলেন, গত ১৬ বছর জনগণের সরকার না থাকায় দেশের খুবই খারাপ অবস্থা ছিল। এতদিন জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিলো না বলে যারা ক্ষমতায় ছিল তাদের কাছে জনগণের কোনো মূল্যই ছিল না। তবে সামনে জনগণের প্রতিনিধিত্বের জন্য একটি ভালো ও পরিচ্ছন্ন নির্বাচনের আয়োজন করতে হবে। কারণ জনগণ কখনো ভোট দিতে ভুল করে না।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব আরও বলেন, বিগত সময় হাসিনার যাকে পছন্দ হতো তাকেই বিনা ভোটে পার্লামেন্টে নিয়ে আসতো। প্রতিবেশী দেশে যেমনি ফিল্ম থেকে তারকা পার্লামেন্টে আনে তেমনি বাংলাদেশেও হাসিনা করেছে। এসময় দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বাণিজ্যখাতে বহু কাজ পড়ে আছে জানিয়ে আগামিতে যারাই সরকারে আসবে এগুলোকে আগে এগিয়ে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে, পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেনো ভোট দেবো? তুমি ছিনেমায় আছো, তুমি ছিনেমায় থাকো।

বিএনপির এ নেতা বলেন, আমাদের দেশের ফেরদৌসদের কথা বলবেন, তারা তো পার্লামেন্টে গেছে। এটাতো ভাই ভোট না। যাকে হাসিনা পছন্দ করেছে তাকেই পার্লামেন্টে নিয়ে গেছে।

প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. মো. ফরহাদ হাসান চৌধুরির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থি ছিলেন, ডা. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো. ফারুক আহম্মেদ, ডা. মো. এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো. রাশেদ আনোয়ার, ডা. মো. রেজাউল আলম।