Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ; নিহত ১, আহত শতাধিক

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ২৪২ জন দেখেছেন

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে এক যুবদল নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী। আজ বৃহস্পতিবার (পহেলা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় কয়েক জন গুলিবদ্ধসহ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়ে। এসময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় বিএনপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ; নিহত ১, আহত শতাধিক

প্রকাশের সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে এক যুবদল নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী। আজ বৃহস্পতিবার (পহেলা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় কয়েক জন গুলিবদ্ধসহ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়ে। এসময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় বিএনপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে।