Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

রোববার (৮ অক্টোবর) সকালে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে উপজেলার নাগেশ্বর এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন- অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের উনিশ মাস বয়সি সন্তান কাব্য। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা জানান, রাতে আগুনের খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়। দগ্ধদের মাধ্যমে জানতে পারি, বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্নাঘরে যান। এরপর দেশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে তাঁরা তিনজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তাঁর স্ত্রী গৃহিণী।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে অপু বিশ্বাসের শরীরের ৮০ শতাংশ, ছেলে কাব্যের ২০ শতাংশ ও স্বামী অরজিৎ এর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে অপু বিশ্বাস ও শিশু কাব্যের অবস্থা গুরুতর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ৩

প্রকাশের সময় : ১২:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

রোববার (৮ অক্টোবর) সকালে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে উপজেলার নাগেশ্বর এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন- অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের উনিশ মাস বয়সি সন্তান কাব্য। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা জানান, রাতে আগুনের খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়। দগ্ধদের মাধ্যমে জানতে পারি, বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্নাঘরে যান। এরপর দেশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে তাঁরা তিনজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তাঁর স্ত্রী গৃহিণী।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে অপু বিশ্বাসের শরীরের ৮০ শতাংশ, ছেলে কাব্যের ২০ শতাংশ ও স্বামী অরজিৎ এর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে অপু বিশ্বাস ও শিশু কাব্যের অবস্থা গুরুতর।