Dhaka বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে ‘ভাইয়ের হাতে’ খুন

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর বেলাবতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার (৬২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত প্রদীপ চন্দ্র সরকারের সঙ্গে জমি নিয়ে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কৃষ্ণ চন্দ্র সরকার ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা আহত প্রদীপকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ রত্না রাণী সরকার জানান, কোদাল দিয়ে আমার শ্বশুরের মাথায় পাঁচটি কোপ দেওয়া হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মহবুবুর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে ‘ভাইয়ের হাতে’ খুন

প্রকাশের সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর বেলাবতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার (৬২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত প্রদীপ চন্দ্র সরকারের সঙ্গে জমি নিয়ে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কৃষ্ণ চন্দ্র সরকার ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা আহত প্রদীপকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ রত্না রাণী সরকার জানান, কোদাল দিয়ে আমার শ্বশুরের মাথায় পাঁচটি কোপ দেওয়া হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মহবুবুর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।