চাঁদপুর জেলা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর ব্যালট রেভ্যুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবোই যাবো। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে, তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেননি, তারা এখন নির্বাচন করবেন।
তিনি বলেন, সাত মাসে মানুষ দেখছে কার পকেটে দুর্নীতির কত টাকা ঢুকেছে। টেন্ডারবাজি, সন্ত্রাসের টাকা ঢুকেছে। ভবিষ্যত বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ, সন্ত্রাসবাদের কোনো ঠাঁই হবে না।
তিনি আরো বলেন, দেশের যতগুলো রাজনৈতিক গোষ্ঠী আছে সবাই মিলে একসাথে চলবো। আমাদের একমাত্র শত্রু হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের বর্তমান যে লড়াই রয়েছে সেই লড়াই হল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন বাতিল ও আন্তর্জাতিক আদালতে সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার করা। যেন দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কোনো মাফিয়াতন্ত্র এই বাংলাদেশে আর চলবে না। কোনো পরিবারতন্ত্রের স্থান হবে না। সন্ত্রাসীদের জায়গা হবে না।
হুঁশিয়ারি উচ্চারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কেউ বাধা দেবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।