Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২১৫৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • ২০১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯ জনে। এ ছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৫৩ জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৬৬৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৬ জন।

দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরেই ৫৮ হাজার ৪৪ জন আক্রান্ত হয়েছেন। আরও এ মাসে ২৮৬ জন মারা গেছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৫০৬ জন এবং পুরুষ ৩৭৩ জন। বয়সের হিসাবে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, ৯ শতাংশ। তবে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা, ৪৫ শতাংশ।

চলতি বছর ডেঙ্গু সব রেকর্ড ভেঙেছে। ২০০০ সালের পর থেকে গত ২২ বছরে মারা গেছেন ৮৫৩ জন। আর চলতি বছর ৯ মাস না পেরোতেই তা ৮৭৯ জনে পৌঁছেছে।
এ বছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা আগেই করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা এডিস মশার লার্ভা বা শূককীট জরিপ করে। বছরের শুরুতে তারা জানিয়েছিল, এবার লার্ভার পরিমাণ যেকোনো সময়ের বেশি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে সপ্তাহ খানেকের মধ্য বিজ্ঞপ্তি : গভর্নর

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২১৫৩

প্রকাশের সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯ জনে। এ ছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৫৩ জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৬৬৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৬ জন।

দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরেই ৫৮ হাজার ৪৪ জন আক্রান্ত হয়েছেন। আরও এ মাসে ২৮৬ জন মারা গেছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৫০৬ জন এবং পুরুষ ৩৭৩ জন। বয়সের হিসাবে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, ৯ শতাংশ। তবে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা, ৪৫ শতাংশ।

চলতি বছর ডেঙ্গু সব রেকর্ড ভেঙেছে। ২০০০ সালের পর থেকে গত ২২ বছরে মারা গেছেন ৮৫৩ জন। আর চলতি বছর ৯ মাস না পেরোতেই তা ৮৭৯ জনে পৌঁছেছে।
এ বছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা আগেই করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা এডিস মশার লার্ভা বা শূককীট জরিপ করে। বছরের শুরুতে তারা জানিয়েছিল, এবার লার্ভার পরিমাণ যেকোনো সময়ের বেশি।