Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টানা তৃতীয় মেয়াদে টোকিওর গভর্নর নির্বাচিত হলেন ইউরিকো কুইকে

আন্তর্জাতিক ডেস্ক : 

টানা তৃতীয়বারের মতো জাপানের রাজধানী টোকিওর গভর্নর নির্বাচিত হয়েছেন ইউরিকো কোইকে। ২৯ লাখ ভোট পান তিনি। রোববার (৭ জুলাই) সিটি নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে জয়ী হন ৭১ বছরের এই নারী রাজনীতিক।

জাপানের পুরুষশাসিত রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী নারীদের একজন ইউরিকো কোইকে এবং তিনিই টোকিওর প্রথম নারী মেয়র। গভর্নর নির্বাচনের প্রতিযোগিতায় ৭১ বছর বয়সী কোইকে রেকর্ড সংখ্যক ৫৫জন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হন। কোইকে প্রথম মেয়র হন ২০১৬ সালে। এরপর দ্বিতীয় মেয়াদে ২০২০ সালেও জয়লাভ করেন।

তৃতীয় মেয়াদে কোইকের জয় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জন্য স্বস্তি এনেছে। প্রধানমন্ত্রী কিশিদা ও তার দল যারা কোইকির সমর্থক ছিলেন।

ভোটের এক্সিট পোলের ফল অনুযায়ী, কোইকে ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ভোটে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিনজি ইশিমারু। এই তরুণ প্রার্থী হিরোশিমার শহর আকিতাকাটার সাবেক মেয়র ছিলেন।

এছাড়া তৃতীয় হয়েছেন আরেক নারী প্রার্থী রেনহো সাইতো, যিনি জাপানের অন্যতম দল ডেমোক্রেটিক পার্টির (সিডিপিজে) সমর্থিত প্রার্থী।

কোইকে আগামী চার বছরের জন্য মেয়র নির্বাচিত হলেও তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। এরমধ্যে অন্যতম হচ্ছে জন্মহার। টোকিওর জন্মহার খুবই কম, এটিকে বাড়াতে নতুন মেয়রকে নানান কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

টোকিও শহরের বাজেটের দায়িত্বও মেয়র কোইকের। চলতি অর্থবছরে ১৬ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইয়েনে (১০০ বিলিয়ন মার্কিন ডলার) উঠে গেছে শহরটির বাজেট।

নিজের বিজয় ঘোষণা করে কোইকে বলেন, তার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, কীভাবে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নয়ন ঘটানো যায়, যেহেতু শিল্পখাতেও উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটে গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টানা তৃতীয় মেয়াদে টোকিওর গভর্নর নির্বাচিত হলেন ইউরিকো কুইকে

প্রকাশের সময় : ০৮:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

টানা তৃতীয়বারের মতো জাপানের রাজধানী টোকিওর গভর্নর নির্বাচিত হয়েছেন ইউরিকো কোইকে। ২৯ লাখ ভোট পান তিনি। রোববার (৭ জুলাই) সিটি নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে জয়ী হন ৭১ বছরের এই নারী রাজনীতিক।

জাপানের পুরুষশাসিত রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী নারীদের একজন ইউরিকো কোইকে এবং তিনিই টোকিওর প্রথম নারী মেয়র। গভর্নর নির্বাচনের প্রতিযোগিতায় ৭১ বছর বয়সী কোইকে রেকর্ড সংখ্যক ৫৫জন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হন। কোইকে প্রথম মেয়র হন ২০১৬ সালে। এরপর দ্বিতীয় মেয়াদে ২০২০ সালেও জয়লাভ করেন।

তৃতীয় মেয়াদে কোইকের জয় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জন্য স্বস্তি এনেছে। প্রধানমন্ত্রী কিশিদা ও তার দল যারা কোইকির সমর্থক ছিলেন।

ভোটের এক্সিট পোলের ফল অনুযায়ী, কোইকে ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ভোটে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিনজি ইশিমারু। এই তরুণ প্রার্থী হিরোশিমার শহর আকিতাকাটার সাবেক মেয়র ছিলেন।

এছাড়া তৃতীয় হয়েছেন আরেক নারী প্রার্থী রেনহো সাইতো, যিনি জাপানের অন্যতম দল ডেমোক্রেটিক পার্টির (সিডিপিজে) সমর্থিত প্রার্থী।

কোইকে আগামী চার বছরের জন্য মেয়র নির্বাচিত হলেও তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। এরমধ্যে অন্যতম হচ্ছে জন্মহার। টোকিওর জন্মহার খুবই কম, এটিকে বাড়াতে নতুন মেয়রকে নানান কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

টোকিও শহরের বাজেটের দায়িত্বও মেয়র কোইকের। চলতি অর্থবছরে ১৬ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইয়েনে (১০০ বিলিয়ন মার্কিন ডলার) উঠে গেছে শহরটির বাজেট।

নিজের বিজয় ঘোষণা করে কোইকে বলেন, তার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, কীভাবে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নয়ন ঘটানো যায়, যেহেতু শিল্পখাতেও উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটে গেছে।