Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুতে শিবির জয়জয়কার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১০টি হলের ফল ঘোষণা হয়েছে। এরই মধ্যে ডাকসু ভোটে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তাদের ধারেকাছেও নেই ছাত্রদল মনোনীত ভিপি-জিএস প্রার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনভর ভোট শেষে রাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। রাত পৌনে ২টা থেকে পৃথকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

একুশে হলের ডাকসুর ফলাফল

ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে একুশে হলের নির্বাচনে ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল শূন্য, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, ইমি শূন্য।

জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের মজুমদার ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০।

এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০।

সুফিয়া কামাল হলের ডাকসুর ফলাফল

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফলেও ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন।

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলে ভিপি পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম খান ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭, শামীম ৪৮৫।

জিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হা-মিম ৪০২, আরাফাত ৪৯৮, আবু বাকের ২১৬।

এজিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: মহিউদ্দিন ১১৩৫, তাহমিদ ৩৫৩, জাবির ১৩০।

ফজলুল হক মুসলিম হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদ ১৮১, উমামা ১৫৩, কাদের ৪৭, শামীম ১৪১ ভোট পেয়েছেন। বিপুল ভোটে জয়ী হয়েছেন সাদিক কায়েম।

জিএস পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফরহাদ, তার প্রাপ্ত ভোট ৫৮৯। অন্যদের মধ্যে হামিম ২২৮, মেঘমল্লার ৯৯, আবু বাকের ৩৪১ ভোট পেয়েছেন।

এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ ১৮৮, মহিউদ্দিন খান ৭০৫ ও আশরেফা খাতুন ৩৫ ভোট পেয়েছেন। ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন মহিউদ্দিন।

শহীদুল্লাহ হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ পেয়েছেন ১৯৯টি ভোট, উমামা ফাতেমা ১৪০ ও বিএন ইয়ামিন মোল্লা ০৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বাকের ২৪১, হামিম ২৪৯ ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জিতেছেন। তিনি পেয়েছেন ৮৪৪ ভোট। ১৮৪ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়েদ।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ ১৮১, উমামা ১৫৩, শামীম ১৪১, কাদের ৪৭ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ৫৮৯ ভোটে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে বাকের ৩৪১ ও হামিম ২২৮টি ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ৭০৫ ভোট। মায়েদ ১৮৮ ও আশরেফা ৩৫ ভোট পেয়েছেন।

শামসুন্নাহার হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে আবিদ ৪৩৪ ও সাদিক কায়েম ১১৪৪ ভোট পেয়েছেন। জিএস পদে মেঘমল্লার ৫১৭, হামিম ৩১২ ও ফরহাদ ৮১৪ ভোট পেয়েছেন। এজিএস পদে মায়েদ ৩৩৬ ও মহিউদ্দিন ৯০৫ ভোট পেয়েছেন। সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জগন্নাথ হলের ডাকসুর ফলাফল

এই হলে ভিপি পদে সাদিক কায়েম মাত্র ১০ ভোট পেয়েছেন। ছাত্রদলের আবিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন জগন্নাথ হলে; তিনি পেয়েছেন ১২৭৬ ভোট। অন্যদের মধ্যে উমামা ২৭৮, শামীম ১৭১, ইমি ১১, কাদের ২১ ও মোল্লা ৫ ভোট পেয়েছেন।

জগন্নাথ হলে জিএস পদে ১১৭০ ভোট নিয়ে জয়ী হয়েছেন মেঘমল্লার বসু। ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। অন্যদের মধ্যে হামিম ৩৯৮, আরাফাত ১৬৯, বাকের ২৭ ভোট পেয়েছেন।

এজিএস পদে ১১০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মায়েদ। মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৭ ভোট। অন্যদের মধ্যে জুবেল ২৪২, রনি ৪০, অদিতি ২৩, আশরেফা ১৪, ইমু ৫৮, আরমান ২০, মুদ্দাসসির ৬৪ ভোট পেয়েছেন।

রোকেয়া হলের ডাকসুর ফলাফল

ডাকসু নির্বাচনে রোকেয়া হলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হলটিতে ৬৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

রোকেয়া হলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৬১৪ ভোট। চতুর্থ স্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৫৭৫ ভোট। এছাড়া ভিপি পদে আব্দুল কাদের ৯৮ ভোট, জামাল উদ্দীন খালিদ ৪৯, বিন ইয়ামীন মোল্লা ১৪টি ভোট পেয়েছেন।

রোকেয়া হলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ১১২০ ভোট। জিএস পদে মেঘমল্লার বসু ৭৮০ ভোট, আরাফাত চৌধুরী ৬৬৪ ভোট, ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ৪৪৭ ভোট এবং বাগছাসের আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছেন।

এজিএস পদে হলটিতে সর্বোচ্চ ১২২৪ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৪৭৪ ভোট, তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী ৩৭৫ ভোট, ফাতিহা শারমিন এ্যানি ২১১ ভোট, জাবির আহমেদ জুবেল ২৪৯ ভোট পেয়েছেন।

এস এম হলের ডাকসুর ফলাফল

এই হলে ভিপি পদে সাদিক কায়েম ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪, শামীম ৫০, কাদের ২১, বিন ইয়ামিন ৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ২৩৭, হা-মিম ১২৪, আরাফাত ৬৬, মেঘমল্লার ৪১, আবু বাকের ১৮ ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন ২৪০, মায়েদ ৯৪, তাহমিদ ৫২ ভোট পেয়েছেন।

জহুরুল হক হলের ডাকসুর ফলাফল

ডাকসু নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেও এগিয়ে শিবিরের প্যানেলের প্রার্থীরা। হলটিতে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার কাছাকাছি অবস্থানে রয়েছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৩১৪ ভোট।

ভিপি পদে অন্যদের মধ্যে বাগছাসের আব্দুল কাদের ৮৭ ভোট, উমামা ফাতেমা ৯৬ ভোট, শামীম হোসেন ১৯৪ ভোট ও জামাল উদ্দীন খালিদ ১৮ ভোট পেয়েছেন।

এজিএস পদেও হলটিতে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান এগিয়ে। তিনি পেয়েছেন ৭০৪ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ২৮৭ ভোট। এছাড়া আশরেফা ৩২ ভোট এবং মুদ্দাসসীর ১৮২ ভোট পেয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

ডাকসুতে শিবির জয়জয়কার

প্রকাশের সময় : ০৩:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১০টি হলের ফল ঘোষণা হয়েছে। এরই মধ্যে ডাকসু ভোটে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তাদের ধারেকাছেও নেই ছাত্রদল মনোনীত ভিপি-জিএস প্রার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনভর ভোট শেষে রাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। রাত পৌনে ২টা থেকে পৃথকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

একুশে হলের ডাকসুর ফলাফল

ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে একুশে হলের নির্বাচনে ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল শূন্য, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, ইমি শূন্য।

জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের মজুমদার ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০।

এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০।

সুফিয়া কামাল হলের ডাকসুর ফলাফল

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফলেও ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন।

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলে ভিপি পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম খান ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭, শামীম ৪৮৫।

জিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হা-মিম ৪০২, আরাফাত ৪৯৮, আবু বাকের ২১৬।

এজিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: মহিউদ্দিন ১১৩৫, তাহমিদ ৩৫৩, জাবির ১৩০।

ফজলুল হক মুসলিম হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদ ১৮১, উমামা ১৫৩, কাদের ৪৭, শামীম ১৪১ ভোট পেয়েছেন। বিপুল ভোটে জয়ী হয়েছেন সাদিক কায়েম।

জিএস পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফরহাদ, তার প্রাপ্ত ভোট ৫৮৯। অন্যদের মধ্যে হামিম ২২৮, মেঘমল্লার ৯৯, আবু বাকের ৩৪১ ভোট পেয়েছেন।

এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ ১৮৮, মহিউদ্দিন খান ৭০৫ ও আশরেফা খাতুন ৩৫ ভোট পেয়েছেন। ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন মহিউদ্দিন।

শহীদুল্লাহ হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ পেয়েছেন ১৯৯টি ভোট, উমামা ফাতেমা ১৪০ ও বিএন ইয়ামিন মোল্লা ০৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বাকের ২৪১, হামিম ২৪৯ ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জিতেছেন। তিনি পেয়েছেন ৮৪৪ ভোট। ১৮৪ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়েদ।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ ১৮১, উমামা ১৫৩, শামীম ১৪১, কাদের ৪৭ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ৫৮৯ ভোটে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে বাকের ৩৪১ ও হামিম ২২৮টি ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ৭০৫ ভোট। মায়েদ ১৮৮ ও আশরেফা ৩৫ ভোট পেয়েছেন।

শামসুন্নাহার হলের ডাকসুর ফলাফল

ভিপি পদে আবিদ ৪৩৪ ও সাদিক কায়েম ১১৪৪ ভোট পেয়েছেন। জিএস পদে মেঘমল্লার ৫১৭, হামিম ৩১২ ও ফরহাদ ৮১৪ ভোট পেয়েছেন। এজিএস পদে মায়েদ ৩৩৬ ও মহিউদ্দিন ৯০৫ ভোট পেয়েছেন। সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জগন্নাথ হলের ডাকসুর ফলাফল

এই হলে ভিপি পদে সাদিক কায়েম মাত্র ১০ ভোট পেয়েছেন। ছাত্রদলের আবিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন জগন্নাথ হলে; তিনি পেয়েছেন ১২৭৬ ভোট। অন্যদের মধ্যে উমামা ২৭৮, শামীম ১৭১, ইমি ১১, কাদের ২১ ও মোল্লা ৫ ভোট পেয়েছেন।

জগন্নাথ হলে জিএস পদে ১১৭০ ভোট নিয়ে জয়ী হয়েছেন মেঘমল্লার বসু। ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। অন্যদের মধ্যে হামিম ৩৯৮, আরাফাত ১৬৯, বাকের ২৭ ভোট পেয়েছেন।

এজিএস পদে ১১০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মায়েদ। মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৭ ভোট। অন্যদের মধ্যে জুবেল ২৪২, রনি ৪০, অদিতি ২৩, আশরেফা ১৪, ইমু ৫৮, আরমান ২০, মুদ্দাসসির ৬৪ ভোট পেয়েছেন।

রোকেয়া হলের ডাকসুর ফলাফল

ডাকসু নির্বাচনে রোকেয়া হলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হলটিতে ৬৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

রোকেয়া হলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৬১৪ ভোট। চতুর্থ স্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৫৭৫ ভোট। এছাড়া ভিপি পদে আব্দুল কাদের ৯৮ ভোট, জামাল উদ্দীন খালিদ ৪৯, বিন ইয়ামীন মোল্লা ১৪টি ভোট পেয়েছেন।

রোকেয়া হলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ১১২০ ভোট। জিএস পদে মেঘমল্লার বসু ৭৮০ ভোট, আরাফাত চৌধুরী ৬৬৪ ভোট, ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ৪৪৭ ভোট এবং বাগছাসের আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছেন।

এজিএস পদে হলটিতে সর্বোচ্চ ১২২৪ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৪৭৪ ভোট, তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী ৩৭৫ ভোট, ফাতিহা শারমিন এ্যানি ২১১ ভোট, জাবির আহমেদ জুবেল ২৪৯ ভোট পেয়েছেন।

এস এম হলের ডাকসুর ফলাফল

এই হলে ভিপি পদে সাদিক কায়েম ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪, শামীম ৫০, কাদের ২১, বিন ইয়ামিন ৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ২৩৭, হা-মিম ১২৪, আরাফাত ৬৬, মেঘমল্লার ৪১, আবু বাকের ১৮ ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন ২৪০, মায়েদ ৯৪, তাহমিদ ৫২ ভোট পেয়েছেন।

জহুরুল হক হলের ডাকসুর ফলাফল

ডাকসু নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেও এগিয়ে শিবিরের প্যানেলের প্রার্থীরা। হলটিতে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার কাছাকাছি অবস্থানে রয়েছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৩১৪ ভোট।

ভিপি পদে অন্যদের মধ্যে বাগছাসের আব্দুল কাদের ৮৭ ভোট, উমামা ফাতেমা ৯৬ ভোট, শামীম হোসেন ১৯৪ ভোট ও জামাল উদ্দীন খালিদ ১৮ ভোট পেয়েছেন।

এজিএস পদেও হলটিতে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান এগিয়ে। তিনি পেয়েছেন ৭০৪ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ২৮৭ ভোট। এছাড়া আশরেফা ৩২ ভোট এবং মুদ্দাসসীর ১৮২ ভোট পেয়েছেন।