Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে ২৬ দিনে গ্রেপ্তার ৬৪১

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৬ দিনে ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে গাজীপুর মহানগর পুলিশ ৪৭৪ জন ও জেলা পুলিশ ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন বলেন, বুধবার (৫ মার্চ) ভোর পর্যন্ত নতুন করে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযান অব্যহত রয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। একই সঙ্গে তাদের মারধরও করা হয়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে নাম না জানা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। ওদিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে ২৬ দিনে গ্রেপ্তার ৬৪১

প্রকাশের সময় : ০৩:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৬ দিনে ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে গাজীপুর মহানগর পুলিশ ৪৭৪ জন ও জেলা পুলিশ ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন বলেন, বুধবার (৫ মার্চ) ভোর পর্যন্ত নতুন করে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযান অব্যহত রয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। একই সঙ্গে তাদের মারধরও করা হয়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে নাম না জানা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। ওদিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।