Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদেরই একাংশ চায় না নির্বাচন সুষ্ঠু হোক : পররাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমাদেরই একটা অংশ চায় না নির্বাচন ভালো ও সুষ্ঠু হোক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো দলের প্রতি সমর্থন থাকতেই পারে। কিন্তু কর্মক্ষেত্রে সেটি প্রকাশ করা যাবে না।

তৌহিদ হোসেন বলেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় কিন্তু পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে কাজ করছে।

তিনি তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে তরুণরাই ঠিক করবে কী হবে, কী হবে না।

নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেষ বলে ওকসের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

আমাদেরই একাংশ চায় না নির্বাচন সুষ্ঠু হোক : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমাদেরই একটা অংশ চায় না নির্বাচন ভালো ও সুষ্ঠু হোক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো দলের প্রতি সমর্থন থাকতেই পারে। কিন্তু কর্মক্ষেত্রে সেটি প্রকাশ করা যাবে না।

তৌহিদ হোসেন বলেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় কিন্তু পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে কাজ করছে।

তিনি তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে তরুণরাই ঠিক করবে কী হবে, কী হবে না।

নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।