নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১২ মে) প্রেস ক্লাবে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব বলেন তিনি।
তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। কোনো অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার দলকে হেয় করছে।
মির্জা আব্বাস বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন কখনো করেনি। যারা এ ধরনের অভিযোগ তোলে, তারা আসলে বিএনপিকে হিংসা করে।
সরকারি প্রশাসনে বিএনপি সংশ্লিষ্টদের নিশ্চিহ্ন করে আওয়ামী ও জামাতপন্থীদের স্থান দেওয়া হচ্ছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। তিনি বলেন, দেশে এখন ঔপনিবেশিক শাসনের মতো পরিস্থিতি বিরাজ করছে। যারা দেশের নাগরিকই নন, তারাই আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে বসে দেশ পরিচালনা করছেন।
মানবিক করিডোর নামে সরকার কারোর পারপাস সার্ভ করছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, দেশ ভালো অবস্থানে নেই। মানবিক করিডোর নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা বিস্ময়কর। প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী-জামাতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিভিন্ন মিশন চালু হচ্ছে। সকল অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার, সরকার কারও উদ্দেশ্য বাস্তবায়ন করছে, এটি দেশপ্রেমিক সরকার নয়।
বিএনপির এই নেতা বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডর নিয়ে কেউ কথা বলছে না। জামায়াত, চরমোনাই কেউ কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মত দেশ লুটেপুটে খাওয়া যাবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ। সভার সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদের আহবায়ক সাইদ হাসান মিন্টু।