Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা ও আ. লীগ ফেরাউন-নমরুদের দোসর : দুলু

নাটোর জেলা প্রতিনিধি : 

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফেরাউন-নমরুদের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ। গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ইসলাম প্রচার করতে পারেনি। মওলানা ও ঈমাম সাহেবেরা ধর্মসভা করতে পারেনি।

রোববার (৭ সেপ্টম্বর) দুপুরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৫ বছর এদেশের মানুষ আলেম ওলামা মুখে দাঁড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হতে পারত না। স্বাধীনভাবে ঘুরতে পারত না। আলেম-ওলামারা স্বাধীনভাবে সভা সমাবেশে কথা বলতে পারত না। দেশে ইসলাম প্রচার করতে পারেনি। ইমাম, আলেম-ওলামাদের সভা সমাবেশ জালসা করতে বাধা দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে আলেম-ওলামারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। দেশে ইসলাম প্রচার করতে পারেনি। তাদের বাধা দেওয়া হয়েছে। দেলওয়ার হোসাইন সাঈদী’র মতো আল্লাহ ওয়ালা একজন মানুষকে জেলখানায় আটকে রেখে হত্যা করা হয়েছে। এ রকম হাজার হাজার মাওলানাদের আটকে রাখা হয়েছিল। এ জন্য আওয়ামী লীগ আজ ধ্বংস।’

দুলু বলেন, আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) ইসলামের বাণী প্রচারের সময় যেমন বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশে তেমনি গত ১৫ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলাম পালন ও প্রচার প্রসারে বাধা দিয়েছে। তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আব্বাস আলী নান্নু প্রমুখ।

আবহাওয়া

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব : নাহিদ ইসলাম

হাসিনা ও আ. লীগ ফেরাউন-নমরুদের দোসর : দুলু

প্রকাশের সময় : ০৭:২১:০০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি : 

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফেরাউন-নমরুদের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ। গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ইসলাম প্রচার করতে পারেনি। মওলানা ও ঈমাম সাহেবেরা ধর্মসভা করতে পারেনি।

রোববার (৭ সেপ্টম্বর) দুপুরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৫ বছর এদেশের মানুষ আলেম ওলামা মুখে দাঁড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হতে পারত না। স্বাধীনভাবে ঘুরতে পারত না। আলেম-ওলামারা স্বাধীনভাবে সভা সমাবেশে কথা বলতে পারত না। দেশে ইসলাম প্রচার করতে পারেনি। ইমাম, আলেম-ওলামাদের সভা সমাবেশ জালসা করতে বাধা দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে আলেম-ওলামারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। দেশে ইসলাম প্রচার করতে পারেনি। তাদের বাধা দেওয়া হয়েছে। দেলওয়ার হোসাইন সাঈদী’র মতো আল্লাহ ওয়ালা একজন মানুষকে জেলখানায় আটকে রেখে হত্যা করা হয়েছে। এ রকম হাজার হাজার মাওলানাদের আটকে রাখা হয়েছিল। এ জন্য আওয়ামী লীগ আজ ধ্বংস।’

দুলু বলেন, আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) ইসলামের বাণী প্রচারের সময় যেমন বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশে তেমনি গত ১৫ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলাম পালন ও প্রচার প্রসারে বাধা দিয়েছে। তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আব্বাস আলী নান্নু প্রমুখ।