নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) তার বিরুদ্ধে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর প্রথম দফায় চারদিনের রিমান্ড শেষে আজ তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় দ্বিতীয় দফায় করা ১০ দিনের রিমান্ডের আবেদন আদালতে উপস্থাপন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দ্বিতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে নূরুল হুদার বাড়িতে গিয়ে ‘স্থানীয় জনতা’ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন ‘প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করা’র অভিযোগে দায়ের করা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।
নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি। তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।