Dhaka সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে জাপানে সুনামি সতর্কতা জারি

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২২৮ জন দেখেছেন

ফাইল ছবি

শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প জাপানের পূর্বাঞ্চলীয় হনশু উপকূলের কাছে আঘাত হেনেছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় এই উপকূল কেঁপে উঠেছে বলে জানিয়েছে জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। তবে এতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে হনশু উপকূলের জনগণকে সতর্ক করে দিয়ে বলেছে, মিয়াগি প্রিফেকচারে এক মিটার উচ্চতার সুনামির শঙ্কা রয়েছে।

জিএফজেড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ২৬ মিনিটে মিয়াগিতে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ২ আর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

এনএইচকের প্রতিবেদন অনুযায়ী শনিবার শক্তিশালী এই ভূমিকম্পের পর টোহুকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ওনাগাওয়া নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ বন্ধ করে দিয়েছে এবং কোনো ধরনের বিরুপ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তার তদারকি চালাচ্ছে।

এদিকে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ফুকুশিমা দাই-ইচি বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা যাচাই চলছে। ২০১১ সালের এক শক্তিশালী ভূমিকম্প ও তারপর সুনামির কারণে ফুকুশিমা দাইইচি পরমাণু দুর্ঘটনা জাপানে ঘটা বৃহৎ একটি পরমাণবিক বিপর্যয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে দক্ষিণে জাপানের রাজধানী টোকিওর অবস্থান আনুমানিক ৪০০ কিলোমিটার দূরে হলেও সেখানে ভূ-কম্পন অনুভূত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রবাসীদের মোবাইল আনা নিয়ে গুজবের উত্তর দিলেন উপদেষ্টা আসিফ নজরুলের

শক্তিশালী ভূমিকম্পে জাপানে সুনামি সতর্কতা জারি

প্রকাশের সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১

শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প জাপানের পূর্বাঞ্চলীয় হনশু উপকূলের কাছে আঘাত হেনেছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় এই উপকূল কেঁপে উঠেছে বলে জানিয়েছে জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। তবে এতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে হনশু উপকূলের জনগণকে সতর্ক করে দিয়ে বলেছে, মিয়াগি প্রিফেকচারে এক মিটার উচ্চতার সুনামির শঙ্কা রয়েছে।

জিএফজেড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ২৬ মিনিটে মিয়াগিতে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ২ আর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

এনএইচকের প্রতিবেদন অনুযায়ী শনিবার শক্তিশালী এই ভূমিকম্পের পর টোহুকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ওনাগাওয়া নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ বন্ধ করে দিয়েছে এবং কোনো ধরনের বিরুপ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তার তদারকি চালাচ্ছে।

এদিকে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ফুকুশিমা দাই-ইচি বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা যাচাই চলছে। ২০১১ সালের এক শক্তিশালী ভূমিকম্প ও তারপর সুনামির কারণে ফুকুশিমা দাইইচি পরমাণু দুর্ঘটনা জাপানে ঘটা বৃহৎ একটি পরমাণবিক বিপর্যয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে দক্ষিণে জাপানের রাজধানী টোকিওর অবস্থান আনুমানিক ৪০০ কিলোমিটার দূরে হলেও সেখানে ভূ-কম্পন অনুভূত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।