দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। আগের দিনের মতো গত ২৪ ঘণ্টাতেও নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে হাজারের বেশি। আগের দিন এক হাজার ৫১ জন নতুন করে করোনা পজিটিভ হলেও গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ছিল এক হাজার ৬৬ জন। এ নিয়ে দেশে সংক্রমণ ছাড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার। কেবল শনাক্তের পরিমাণ নয়, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণও শুক্রবার ছিল ৬ শতাংশের বেশি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ছয় জন। একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ল্যাব ২৯টি, র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৭২টি। ল্যাবগুলোর মধ্যে সরকারি ল্যাবের সংখ্যা ১৫০টি, বেসরকারি ল্যাব ৬৯টি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৮২টি। আগের দিনের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১১১টি। এ নিয়ে দেশে ৪২ লাখ ৩২ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা হলো। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৪১ হাজার ৫৯৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় ৯ লাখ ৯০ হাজার ৫৪৫টি।
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে এক হাজার ৬৬টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হলো।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ছয় জন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মারা গেছেন, এ নিয়ে মোট ৮ হাজার ৫১৫ জনের মৃত্যু হলো। শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৫২ জন। এ নিয়ে মোট ৫ লাখ ৯ হাজার ১৭২ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।
সুস্থতার হার ৯১ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ১৩ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী এক জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের একজনের জনের বয়স ৩০ থেকে ৪১ বছরের মধ্যে, ৪১ থেকে ৫০ বছরের তিন জন, ৫১ থেকে ৬০ বছরে বয়সের দুই জন এবং ৬০ বছরের বেশি সাত জন। এর
নিজস্ব প্রতিবেদক 























