Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুনিকে দেশ ছাড়ার সুযোগ দিয়ে বলছেন, আওয়ামী লীগের বিচার করবেন : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : 

খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়েও।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে (সাবেক স্পিকার) রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।

এনসিপির এই নেতা লিখেছেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? তা ইন্টেরিম,এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

এর আগে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় নয় মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ফ্লাইটটিতে আবদুল হামিদের সঙ্গে তার ছেলে ও শ্যালকও ছিলেন বলে নিশ্চিত করেছে এসবি ইমিগ্রেশন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

সাবেক রাষ্ট্রপতির এভাবে হঠাৎ দেশত্যাগ, বিচারপ্রক্রিয়া স্থবিরতা এবং ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুড়িগ্রামে সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

খুনিকে দেশ ছাড়ার সুযোগ দিয়ে বলছেন, আওয়ামী লীগের বিচার করবেন : হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়েও।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে (সাবেক স্পিকার) রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।

এনসিপির এই নেতা লিখেছেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? তা ইন্টেরিম,এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

এর আগে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় নয় মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ফ্লাইটটিতে আবদুল হামিদের সঙ্গে তার ছেলে ও শ্যালকও ছিলেন বলে নিশ্চিত করেছে এসবি ইমিগ্রেশন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

সাবেক রাষ্ট্রপতির এভাবে হঠাৎ দেশত্যাগ, বিচারপ্রক্রিয়া স্থবিরতা এবং ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে।