Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নুরের

নিজস্ব প্রতিবেদক : 

মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডর দেয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকার সরে না এলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

তিনি বলেন, সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে, তবে গণ-অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে।

নুরুর হক নুর বলেন, শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতি যে সর্বদলীয় সমর্থন গড়ে উঠেছিল তা এখন শঙ্কায় পরিণত হচ্ছে। বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় কি না তা নিয়েও নানা দল শঙ্কায় রয়েছে। আমাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই তারা করিডর দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে।

নুর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আসিফ, নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের বিচারের উদ্যোগ নেয়া। কিন্তু আমরা তা দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে, যা যৌক্তিক নয়। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের পরিহার করুন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো হয়েছে অভিযোগ করে গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, যেসব উপদেষ্টা জুলাইয়ের স্পিরিট ধারণ করে না তাদের পরিবর্তন করুন।

নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে, গণ-অধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে জনগণের সামনে বিকল্প নেতৃত্ব হিসেবে হাজির হবে জানান নুর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নুরের

প্রকাশের সময় : ০৮:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডর দেয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকার সরে না এলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

তিনি বলেন, সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে, তবে গণ-অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে।

নুরুর হক নুর বলেন, শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতি যে সর্বদলীয় সমর্থন গড়ে উঠেছিল তা এখন শঙ্কায় পরিণত হচ্ছে। বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় কি না তা নিয়েও নানা দল শঙ্কায় রয়েছে। আমাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই তারা করিডর দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে।

নুর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আসিফ, নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের বিচারের উদ্যোগ নেয়া। কিন্তু আমরা তা দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে, যা যৌক্তিক নয়। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের পরিহার করুন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো হয়েছে অভিযোগ করে গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, যেসব উপদেষ্টা জুলাইয়ের স্পিরিট ধারণ করে না তাদের পরিবর্তন করুন।

নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে, গণ-অধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে জনগণের সামনে বিকল্প নেতৃত্ব হিসেবে হাজির হবে জানান নুর।