নিজস্ব প্রতিবেদক :
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদককারবারি ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার (৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (২ মে) হাতিরঝিল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. রাকিবুল হাসান শান্ত (২৮), মোছা. খাদিজা বেগম, মো. শামীম (২৫), জুবায়ের হাসান (২২), মো. ইমরুল খান (২৩), সোহেল রানা (৩০), কামরুল ইসলাম (৪০), সোহেল রানা (৩০), মো. রবিউল হাসান (২২), মো. মোস্তাকিম (২১) ও মো. শাহীন (৩৫)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ এক হাজর ৮৪০ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদককারবারি ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে চোর, পেশাদার মাদককারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 






















