ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে ঘটনাটি ঘটে।
নিহত রনি শেখ (৩০) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশেই মাছের আড়তে কাজ করতেন।
ভাঙ্গা থানার এসআই আবজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক রেললাইনের ওপর দিয়ে বসেছিল বা হাঁটছিল। তখন ট্রেনের ধাক্কা খেয়ে তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। ট্রেনের আঘাতে তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ শেষে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।