Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ১

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তন্যা খামার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নির্মল চাকমা নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

নিহতের ঘটনা নিশ্চিত করেছে দলটির মুখমাত্র অংগ্য মারমা ও পুলিশ।

এই বিষয়ে ইউপিডিএফের মুখমাত্র অংগ্য মারমা বলেন, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দীন বলেন, ‘মানিকছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি মেম্বার আমাকে নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারবো।’

তবে এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ১

প্রকাশের সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তন্যা খামার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নির্মল চাকমা নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

নিহতের ঘটনা নিশ্চিত করেছে দলটির মুখমাত্র অংগ্য মারমা ও পুলিশ।

এই বিষয়ে ইউপিডিএফের মুখমাত্র অংগ্য মারমা বলেন, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দীন বলেন, ‘মানিকছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি মেম্বার আমাকে নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারবো।’

তবে এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।