জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটে শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারো ঘাটি পুকুর পাড়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে।
আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ইসলামনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে পিয়াল আহম্মেদ প্রতিদিনই স্টেশন এলাকায় এসে বসেন। বুধবার রাতেও স্টেশন এলাকায় এসেছিলেন। রাত ১১টার দিকে জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে স্টেশন এলাকায় আসেন। এরপর তারা পিয়ালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সেখান থেকে চলে যান। আশপাশের লোকজন পিয়ালকে গুরুতর জখম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে জানতে আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পিয়াল আহম্মেদ গত পরশু (মঙ্গলবার) কোনো এক ঘটনা নিয়ে আনোয়ার হোসেনের স্ত্রীকে গালিগালাজ করেছেন। এ কারণে আনোয়ারসহ কয়েকজন এসে পিয়ালকে কুপিয়ে জখম করেছে। প্রাথমিকভাবে এটি জানা গেলেও আমরা তদন্ত করছি। আর আনোয়ারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।