Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে এসেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো একই এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮), হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, আজ সকালে তন্নী ও আনিকা বাড়ির পাশে স্তূপ করে রাখা বালির ওপর খেলা করছিল। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্তূপ করে রাখা বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। সকালে ওই বালির ওপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

সিরাজগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে এসেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো একই এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮), হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, আজ সকালে তন্নী ও আনিকা বাড়ির পাশে স্তূপ করে রাখা বালির ওপর খেলা করছিল। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্তূপ করে রাখা বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। সকালে ওই বালির ওপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।