Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খালুর দুই চোখ উপড়ে ফেলে পালিয়েছে যুবক

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের শহরতলীর বকচর এলাকার একটি তেলের পাম্প-সংলগ্ন এলাকায়  জমি সংক্রান্ত বিরোধের জেরে খালুর দুই চোখ উপড়ে ফেলে পালিয়েছেন এক যুবক। আহত ব্যক্তি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার শহিদুল ইসলাম (৬০) বকচর করিম পাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা। হামলাকারী সাদ্দাম (৩০) তার ভায়রাভাই শাহ জামালের ছেলে।

আহত শহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবারের সদস্যরা জানান, শহিদুল কৃষিকাজ করেন। আর হামলাকারী সাদ্দাম হোসেন পেশায় ট্রাকচালক ও মাদকাসক্ত। ঘটনার রাতে সাদ্দাম আকস্মিকভাবে শহিদুলের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তার চোখে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত শহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

শহিদুলের মেয়ে মারুফা জানান, তার বাবা এবং প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল। মারুফার দাবি, তৌহিদের সঙ্গে সাদ্দামের সখ্য রয়েছে। তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার ওপর হামলা চালিয়েছেন। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তবে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

খালুর দুই চোখ উপড়ে ফেলে পালিয়েছে যুবক

প্রকাশের সময় : ০১:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের শহরতলীর বকচর এলাকার একটি তেলের পাম্প-সংলগ্ন এলাকায়  জমি সংক্রান্ত বিরোধের জেরে খালুর দুই চোখ উপড়ে ফেলে পালিয়েছেন এক যুবক। আহত ব্যক্তি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার শহিদুল ইসলাম (৬০) বকচর করিম পাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা। হামলাকারী সাদ্দাম (৩০) তার ভায়রাভাই শাহ জামালের ছেলে।

আহত শহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবারের সদস্যরা জানান, শহিদুল কৃষিকাজ করেন। আর হামলাকারী সাদ্দাম হোসেন পেশায় ট্রাকচালক ও মাদকাসক্ত। ঘটনার রাতে সাদ্দাম আকস্মিকভাবে শহিদুলের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তার চোখে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত শহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

শহিদুলের মেয়ে মারুফা জানান, তার বাবা এবং প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল। মারুফার দাবি, তৌহিদের সঙ্গে সাদ্দামের সখ্য রয়েছে। তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার ওপর হামলা চালিয়েছেন। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তবে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।