নাটোর জেলা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পাশ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যেকোনো ভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্বকভাবে অবনতি হয়েছে। তাই যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে এবং জাতীয় নির্বাচন তাদের সুবিধা করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ জন্য এ সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা। দেশের মানুষ গত ১৮ বছর কোনো ভোট দিতে পারেনি, তাই সাধারণ মানুষ ভোট দিতে মুখিয়ে আছে।
তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে বসে আছে ষড়যন্ত্রকারী (শেখ হাসিনা)। সে চায়, বাংলাদেশে কোনোভাবে যাতে ভোট না হয়, ভোট না করে কীভাবে পদ্মা নদীর এপারে চলে আসা যায়। ওই ষড়যন্ত্রকারী বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামকে হত্যা করেছে। মাওলানাদেরকে জেলে ভরে জঙ্গি বানিয়েছে। আমরা বলে দিতে চাই, ওই ষড়যন্ত্রকারী ও তার দোসরদের জায়গা এই বাংলাদেশের মাটিতে আর হবে না।
রুহুল কুদ্দুস দুলু বলেন, ভোটের মাধ্যমে দেশে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
দুলু আরও বলেন, নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। হাজারো ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে যে অর্জন হয়েছে তা কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের হাতে নষ্ট হতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেনজেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের প্রমুখ।