গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ যাত্রী। তাদের উদ্ধারে করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন (৪২)।
পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস। সেটি পেছন থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজারসহ ১৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজন মারা যান।
আহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।