Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির জুনায়েদ (১২)। এদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে। নিহত দুজন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে ইউএনওসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত

প্রকাশের সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির জুনায়েদ (১২)। এদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে। নিহত দুজন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে ইউএনওসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।