পটুয়াখালী জেলা প্রতিনিধি :
জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা-মাসহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিলেন। বাইরে থেকে দরজা আটকে এ আগুন দেওয়া হয় বলে জানান কাফির বাবা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান।
তবে কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, আমরা বাড়িটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নেভানোর কাজ করি। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ বাইরে থেকে দরজার ছিটকানি লাগানো ছিল।
কাফির বাবা মাওলানা এবিএম হাবিবুর রহমান বলেন, “আমাদের বাড়িতে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা বিচার চাই।”
তিনি আরো বলেন, “আগুন লাগার পর আমরা যে যার মতো দরজা ভেঙে বের হয়েছি। কিছুই নেই। সব শেষ হয়ে গেছে। কিছু প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট, নগদ টাকা ও স্বর্ণালংকারও পুড়ে ছাই হয়ে গেছে।”
নুরুজ্জামান কাফি বলেন, “সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দেই। এ ঘটনার কারণে আজ আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার বিপ্লবের বিজয়েরর পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনাবাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের ৬ সদস্যকে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে আপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এদিকে এ ঘটনায় কাফি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে কয়েকটি পোস্টে লিখেছেন, প্রথমটি হলো এ রকম ‘মধ্য রাতে আমার বাড়ির ঘর – রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি। ’
কলাপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন জানান, আমরা ৯৯৯ এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুন ছড়িয়ে গেছে। ১-২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বসত ঘর ও রান্না ঘর পুড়ে গেছে।
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে পরিচিত কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি করছেন। বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি করা তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কটাক্ষ করা হয়। সম্প্রতি তার বই প্রকাশ ও কিছু ভিডিও চিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।