Dhaka বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫) এবং নগরের শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।

তাঁরা এক মোটরসাইকেলে ছিলেন। এর মধ্যে পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর পেছনে জাহিদ আলম বসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতরা হলেন ভূপেন (২৬); তিনি তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার গোবিন্দের ছেলে এবং মো. রিয়াজ (৩০) একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের পাঁচপীর এলাকায় খড় বোঝাই একটি ট্রাক ওভারটেক করার সময়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক-আরোহী তিনজন গুরুতর আহত হন। জাহিদ আলম নামে একজন ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশ নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস-বাংলার কর্মকর্তা জাহিদ আলম। আর পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত দুজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

রাজশাহীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৭:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫) এবং নগরের শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।

তাঁরা এক মোটরসাইকেলে ছিলেন। এর মধ্যে পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর পেছনে জাহিদ আলম বসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতরা হলেন ভূপেন (২৬); তিনি তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার গোবিন্দের ছেলে এবং মো. রিয়াজ (৩০) একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের পাঁচপীর এলাকায় খড় বোঝাই একটি ট্রাক ওভারটেক করার সময়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক-আরোহী তিনজন গুরুতর আহত হন। জাহিদ আলম নামে একজন ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশ নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস-বাংলার কর্মকর্তা জাহিদ আলম। আর পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত দুজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।