Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বিমান চলাচলে অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম মহিবুল হক বলেছেন, যুক্তরাজ্যে বিমান চলাচলের বিষয়ে বাংলাদেশ অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। তিনি জানান, নতুন ধরনের করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্ত কী জানতে চাইলে তিনি বলেন, আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ্েয সৌদি আরব গতকাল সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করেছে। এ অবস্থায় সে দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের কী হবে জানতে চাইলে মহিবুল হক বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন : সউদীতে বিমানের সব ফ্লাইট বাতিল

পুনরায় বিমান চলাচল স্বাভাবিক হলে যারা টিকিট কেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা অগ্রাধিকার পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

ব্রিটিশ সরকার নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানোর পর অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ বাতিলের ঘোষণা দেয়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন ধরনের ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

যা থেকে আবারও দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

যুক্তরাজ্যে বিমান চলাচলে অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

প্রকাশের সময় : ০৫:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম মহিবুল হক বলেছেন, যুক্তরাজ্যে বিমান চলাচলের বিষয়ে বাংলাদেশ অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। তিনি জানান, নতুন ধরনের করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্ত কী জানতে চাইলে তিনি বলেন, আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ্েয সৌদি আরব গতকাল সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করেছে। এ অবস্থায় সে দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের কী হবে জানতে চাইলে মহিবুল হক বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন : সউদীতে বিমানের সব ফ্লাইট বাতিল

পুনরায় বিমান চলাচল স্বাভাবিক হলে যারা টিকিট কেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা অগ্রাধিকার পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

ব্রিটিশ সরকার নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানোর পর অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ বাতিলের ঘোষণা দেয়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন ধরনের ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

যা থেকে আবারও দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।