সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের অতন্ত্র প্রহরী ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপিকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান এবং সেইসাথে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এড. কে এম হোসেন আলী হাসানকে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে আব্দুস সামাদ তালুকদারকে দায়িত্ব প্রদান করায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছে।
রোববার রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর কাপড়ের হাট এলাকায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য কেএম নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক, জাতীয় চার নেতা পরিষদ উপজেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম সাগর, পৌর যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আবু শামীম সূর্য, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, যুবলীগ নেতা আব্দুস সালাম, সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, আশরাফ আলীসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করে একে অপরকে এ মিষ্টিমুখ করান।
আরও পড়ুন : নকল গোলাপী জর্দ্দা উৎপাদন বন্ধে সংবাদ সম্মেলন
সেইসাথে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার নতুনভাবে দায়িত্ব প্রদান করায় তাদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন।#