Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিষেধাজ্ঞা বার্সেলোনায়

আন্তর্জাতিক ডেস্ক : 

স্পেনের পর্যটন নগরীগুলোর অন্যতম বার্সেলোনা। অনেকটা অপ্রত্যাশিতভাবেই পর্যটকদের জন্য দুঃসংবাদ দিল সেখানকার পর্যটন কর্তৃপক্ষ। ২০২৮ সাল পর্যন্ত পর্যটকদের কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া দেয়া হবে না।

পর্যটকদের চলাচল বাড়ায় শহরটিতে আবাসন খরচ বেড়ে গেছে; ফলে আবাসন সংকট মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শহরের বামপন্থী মেয়র ইয়াউমে কোলবোনি বলেন, ‘আমরা এ সময়ে বার্সেলোনার সবচেয়ে বড় সংকটকে মোকাবেলা করতে চলেছি। সব ঠিকঠাক থাকলে ২০২৯ সাল থেকে অপসারণ করা হবে এ নিষেধাজ্ঞা।

বিগত বছরগুলোয় স্বল্পমেয়াদে ভাড়া বেড়ে গেছে বার্সেলোনায়, যার প্রধান কারণ বিদেশী পর্যটক। গত ১০ বছরে স্পেনের এ নগরীতে বাসা ভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। ক্রয় বাবদ ব্যয় বেড়েছে ৩৮ শতাংশ। পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বে স্পেনের অবস্থান তৃতীয়।

পর্যটন থেকে দেশটির জিডিপির বড় একটা অংশ আসে। কিন্তু স্থানীয় জনসাধারণের জন্য সম্প্রতি বিষয়টি নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বাড়ির মালিকরা বেশি মুনাফার জন্য বিদেশী পর্যটকদের প্রাধান্য দিচ্ছেন। এ প্রবণতা কমাতেই স্থানীয় সরকার স্বল্পকালীন ভাড়া নিষিদ্ধ করেছে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

পর্যটকদের অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিষেধাজ্ঞা বার্সেলোনায়

প্রকাশের সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

স্পেনের পর্যটন নগরীগুলোর অন্যতম বার্সেলোনা। অনেকটা অপ্রত্যাশিতভাবেই পর্যটকদের জন্য দুঃসংবাদ দিল সেখানকার পর্যটন কর্তৃপক্ষ। ২০২৮ সাল পর্যন্ত পর্যটকদের কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া দেয়া হবে না।

পর্যটকদের চলাচল বাড়ায় শহরটিতে আবাসন খরচ বেড়ে গেছে; ফলে আবাসন সংকট মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শহরের বামপন্থী মেয়র ইয়াউমে কোলবোনি বলেন, ‘আমরা এ সময়ে বার্সেলোনার সবচেয়ে বড় সংকটকে মোকাবেলা করতে চলেছি। সব ঠিকঠাক থাকলে ২০২৯ সাল থেকে অপসারণ করা হবে এ নিষেধাজ্ঞা।

বিগত বছরগুলোয় স্বল্পমেয়াদে ভাড়া বেড়ে গেছে বার্সেলোনায়, যার প্রধান কারণ বিদেশী পর্যটক। গত ১০ বছরে স্পেনের এ নগরীতে বাসা ভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। ক্রয় বাবদ ব্যয় বেড়েছে ৩৮ শতাংশ। পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বে স্পেনের অবস্থান তৃতীয়।

পর্যটন থেকে দেশটির জিডিপির বড় একটা অংশ আসে। কিন্তু স্থানীয় জনসাধারণের জন্য সম্প্রতি বিষয়টি নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বাড়ির মালিকরা বেশি মুনাফার জন্য বিদেশী পর্যটকদের প্রাধান্য দিচ্ছেন। এ প্রবণতা কমাতেই স্থানীয় সরকার স্বল্পকালীন ভাড়া নিষিদ্ধ করেছে।