Dhaka সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : 

২০২৩ সালে বিশ্বজুড়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের (আইডিপি) সংখ্যা সাত কোটি ৫৯ লাখে পৌঁছেছে, যা এ যাবতকালের রেকর্ড।

অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্ষিক প্রতিবেদনে আইডিএমসি বলছে, সংঘাত ও সহিংসতায় বিশ্বের প্রায় ৬ কোটি ৮৩ লাখ মানুষকে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হতে হয়েছে। আর দুর্যোগের কারণে হয়েছেন আরও প্রায় ৭৭ লাখ মানুষ। সুদান ও গাজার যুদ্ধ সংখ্যাটিকে নতুন রেকর্ডে ঠেলে দিতে সাহায্য করেছে।

আইডিএমসি এর পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেছেন, ‘গত দুই বছরে, আমরা উদ্বেগজনকভাবে নতুন পর্যায়ে লোকদের সংঘাত ও সহিংসতার কারণে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে দেখেছি, এমনকি এমন অঞ্চলে যেখানে প্রবণতা উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘সংঘাত যে ধ্বংসযজ্ঞ রেখে যায়, তা লাখ লাখ মানুষকে তাদের জীবন পুনর্গঠন থেকে বিরত রাখছে এবং প্রায়শই বছরের পর বছর ধরে।

উদ্বাস্তু হল তারা যারা বিদেশে পালিয়ে গেছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বলতে বোঝায় তাদেরকে যারা দেশে বাস করে নিজেদের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়।

আইডিএমসি জানিয়েছে, ২০২২ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চিল সাত কোটি ১১ লাখ। গত পাঁচ বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫০ শতাংশের বেশি বেড়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রবাসীদের মোবাইল আনা নিয়ে গুজবের উত্তর দিলেন উপদেষ্টা আসিফ নজরুলের

বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে

প্রকাশের সময় : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

২০২৩ সালে বিশ্বজুড়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের (আইডিপি) সংখ্যা সাত কোটি ৫৯ লাখে পৌঁছেছে, যা এ যাবতকালের রেকর্ড।

অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্ষিক প্রতিবেদনে আইডিএমসি বলছে, সংঘাত ও সহিংসতায় বিশ্বের প্রায় ৬ কোটি ৮৩ লাখ মানুষকে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হতে হয়েছে। আর দুর্যোগের কারণে হয়েছেন আরও প্রায় ৭৭ লাখ মানুষ। সুদান ও গাজার যুদ্ধ সংখ্যাটিকে নতুন রেকর্ডে ঠেলে দিতে সাহায্য করেছে।

আইডিএমসি এর পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেছেন, ‘গত দুই বছরে, আমরা উদ্বেগজনকভাবে নতুন পর্যায়ে লোকদের সংঘাত ও সহিংসতার কারণে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে দেখেছি, এমনকি এমন অঞ্চলে যেখানে প্রবণতা উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘সংঘাত যে ধ্বংসযজ্ঞ রেখে যায়, তা লাখ লাখ মানুষকে তাদের জীবন পুনর্গঠন থেকে বিরত রাখছে এবং প্রায়শই বছরের পর বছর ধরে।

উদ্বাস্তু হল তারা যারা বিদেশে পালিয়ে গেছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বলতে বোঝায় তাদেরকে যারা দেশে বাস করে নিজেদের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়।

আইডিএমসি জানিয়েছে, ২০২২ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চিল সাত কোটি ১১ লাখ। গত পাঁচ বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫০ শতাংশের বেশি বেড়েছে।