Dhaka সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : 

তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

প্রসঙ্গত, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা।

জানা গেছে, ঢাকা সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন বুধবার তিনি প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ও পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ দুটি বৈঠকে সরকারকে রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কূটনীতিকেরা।

সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।

ডোনাল্ড লু তাঁর সফরে বাংলাদেশে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাব, দ্বিপক্ষীয় বাণিজ্য, মার্কিন বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, শ্রমমান, মানবাধিকার ও নাগরিক সমাজের কাজের পরিসরসহ বিভিন্ন বিষয় তুলবেন—এমনটাই মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রবাসীদের মোবাইল আনা নিয়ে গুজবের উত্তর দিলেন উপদেষ্টা আসিফ নজরুলের

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায়

প্রকাশের সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

প্রসঙ্গত, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা।

জানা গেছে, ঢাকা সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন বুধবার তিনি প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ও পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ দুটি বৈঠকে সরকারকে রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কূটনীতিকেরা।

সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।

ডোনাল্ড লু তাঁর সফরে বাংলাদেশে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাব, দ্বিপক্ষীয় বাণিজ্য, মার্কিন বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, শ্রমমান, মানবাধিকার ও নাগরিক সমাজের কাজের পরিসরসহ বিভিন্ন বিষয় তুলবেন—এমনটাই মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।