Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক  : 

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাসকক্ষে আইনজীবীদের তিনি এ কথা বলেন।

জানা গেছে, নতুন তিনজন বিচারপতি নিয়োগ পাওয়ার পর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের বেঞ্চে আইনজীবীরা মামলার সিরিয়াল এগিয়ে নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান।

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আপনারা আরেকটু কষ্ট করেন। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চ হবে। সেখানে মেনশন করবেন সবাই।

পরে আইনজীবীরা সিরিয়ালের লাইন থেকে সরে যান। এদিকে আইনজীবীদের দাবি ছিল যেন আপিল বিভাগে দুটি বেঞ্চ হয়। সেটিই ঠিক করে দিলেন প্রধান বিচারপতি।

দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারক সংকটের কারণে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। গত বুধবার আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

বাংলাদেশের সংবিধানে ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই তিনজন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তাদেরকে নিয়োগ দিয়ে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে প্রজ্ঞাপন জারি করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে ১০টায় নবনিযুক্ত এই তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ : প্রধান বিচারপতি

প্রকাশের সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক  : 

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাসকক্ষে আইনজীবীদের তিনি এ কথা বলেন।

জানা গেছে, নতুন তিনজন বিচারপতি নিয়োগ পাওয়ার পর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের বেঞ্চে আইনজীবীরা মামলার সিরিয়াল এগিয়ে নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান।

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আপনারা আরেকটু কষ্ট করেন। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চ হবে। সেখানে মেনশন করবেন সবাই।

পরে আইনজীবীরা সিরিয়ালের লাইন থেকে সরে যান। এদিকে আইনজীবীদের দাবি ছিল যেন আপিল বিভাগে দুটি বেঞ্চ হয়। সেটিই ঠিক করে দিলেন প্রধান বিচারপতি।

দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারক সংকটের কারণে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। গত বুধবার আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

বাংলাদেশের সংবিধানে ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই তিনজন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তাদেরকে নিয়োগ দিয়ে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে প্রজ্ঞাপন জারি করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে ১০টায় নবনিযুক্ত এই তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।