কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে কাউসার বাগমার (২৪) নামে মাদকাসক্ত এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাউছার বাগমার (২৫) জামালপুর এলাকার রশিদ বাগমারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউছার বাগমার প্রায় বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন। প্রায় সময় মাদকের টাকার জন্য বাড়িতে ঝগড়া ও ভাঙচুর করতেন তিনি। এমনকি বাবা-মাকেও নির্যাতন করতেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নেশা করে তিনি বাড়িতে এসে মার কাছে খাবার চান। খাবার ভালো না হওয়ায় মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন কাউছার। এমনকি মা-বাবাকেও মারধর করেন। পরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। বুধবার সকালে অতিষ্ঠ বাবা ধারালো কুড়াল দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন।
রশিদ বাগমারের তিন ছেলে ও এক মেয়ে। তাদের মধ্যে কাউছার ছোট।
নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। গতকাল রাতে নেশার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাঙচুর করতো ও মারধরও করতো। গতকাল রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা কুঠার দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। রশিদ বাগমারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।