Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।

এই ঘটনায় গ্রেপ্তাররা হলেন, নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন।

সাওয়াল বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিম পাড়ার আজিজুল হকের ছেলে। তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে আনে রেজাউল। এরপর তার বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সাওয়ালকে বেঁধে রেখে রেজাউল ও তার পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই রেজাউল, তাঁর স্ত্রী সানু ও মেয়ে আশাকে আটক করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক আটক তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া সেই রিকশাচালক জামিন পেলেন

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।

এই ঘটনায় গ্রেপ্তাররা হলেন, নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন।

সাওয়াল বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিম পাড়ার আজিজুল হকের ছেলে। তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে আনে রেজাউল। এরপর তার বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সাওয়ালকে বেঁধে রেখে রেজাউল ও তার পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই রেজাউল, তাঁর স্ত্রী সানু ও মেয়ে আশাকে আটক করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক আটক তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।