Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়লার স্তুপে দাঁড়িয়ে সবাই, অসময়ে থাকছে শো-অফের গল্প

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নতুন বছরের শুরুতেই চমকে দিলেন দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। ‘নতুন বছরে সুসময়ের প্রত্যাশায়’- এমন ক্যাপশন দিয়ে ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। তাতে দেশের জনপ্রিয় একঝাঁক তারকা ডাস্টবিনের মধ্যে দাঁড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে!

তাসনিয়া ফারিণের মতো জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন ময়লাভর্তি এক কন্টেনারের ঢাকনায় বসা, তাও আবার বিয়ের ল্যাহেঙ্গা পরে! পাশে কাক কুকুররা স্বভাবসুলভ ভঙ্গিতে হেটে চলে বেড়াচ্ছে। পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ^ত দত্তসহ আরও কয়েকজন তারকা। এ কেমন ‘অসময়’ এসে পড়লো, যে ডাস্টবিনের মধ্যে তারকারা!

আসলে তারকাশিল্পীদের ব্যক্তিজীবনে এমন দশা হওয়ার কোন প্রশ্নই ওঠে না। এটি কাজল আরিফিন অমির নির্মাণে তৈরী ‘অসময়’ ওয়েব ফিল্মের অফিসিয়াল পোস্টার। এ মাসেই দেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ছবিটি দেখতে পাবে দর্শক।

জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেদিন থেকেই দর্শক ছবিটি ওটিটিতে দেখতে পাবেন।

কাজল অরেফিন অমির কাজের মূল সম্পদ হলো সেন্স অব হিউমার। তিনি কমেডির মাধ্যমে বাস্তব জীবনের গল্প দারুণভাবে তুলে ধরেন। এই কাজটিও কি সেই ফর্মুলার থেকে কিছুদা আলাদা? নাকি একই? জানতে চাইলে ‘অসময়’ ছবিটির প্রধান চরিত্রের শিল্পী তাসনিয়া ফারিণ বলেন, ‘কমেডিকে কেন যেন মানুষ ছোট করে দেখেন। কিন্তু কমেডি করা কিন্তু সহজ কাজ নয়। সবার কমিক টাইমিং বা কমিক সেন্স ভালো থাকে না। এটা একটা গিফটেড থিং। আমার কমিক সেন্স কেমন না এখনি বলতে পারছি না। কারণ ওভাবে তো কমেডি ঘরানার কাজ করা হয়নি।

তবে অমি ভাইয়ের কাজ এতো বেশি মানুষের কাছে পৌঁছায় কারণ তিনি ব্লেসড। চমৎকারভাবে দর্শকের আবেগের সঙ্গে একাত্ব হতে পারেন। তার কমিক সেন্স খুবই ভালো। কমেডি যেহেতু অমি ভাইয়ের স্ট্রং পয়েন্ট অবিয়াসলি এ গল্পেও সেটা থাকছে। হিউমারের সাথে সাথে এমন একটা গল্প দেখা যাবে যাতে দর্শক এক সিনে হাসার পরক্ষনেই অন্য সিন নিয়ে ভাববে।’

রুনা খান বলেন, ‘আমি কাজটি নিয়ে আশাবাদী। সব মিলিয়ে মনে হচ্ছে এটি ২০২৪-এ আমার করা অন্যতম আলোচিত কাজ হতে পারে। গল্প নিয়ে এখন কিছুই বলব না। শুধু বলব, নতুন কিছু পাবেন অমির নির্মানে। আমি তার সঙ্গে কাজ করে মুগ্ধ। সবাই কাজটি দেখে তারপর জানাবেন কেমন লাগলো।’

‘অসময়’-এর গল্প প্রসঙ্গে নির্মাতা অমি বলেন, ‘এখানে আমি মূলত সমাজের শো-অফের গল্প দেখাতে চাই। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশী পটু! সেই বিষয়টাই এখানে উঠে এসেছে।’

ওয়েব ফিল্মটির প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “এই গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে। ‘অসময়’ হবে আমাদের পক্ষ থেকে দর্শকের জন্য নিউ ইয়ার গিফট!”

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ময়লার স্তুপে দাঁড়িয়ে সবাই, অসময়ে থাকছে শো-অফের গল্প

প্রকাশের সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

নতুন বছরের শুরুতেই চমকে দিলেন দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। ‘নতুন বছরে সুসময়ের প্রত্যাশায়’- এমন ক্যাপশন দিয়ে ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। তাতে দেশের জনপ্রিয় একঝাঁক তারকা ডাস্টবিনের মধ্যে দাঁড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে!

তাসনিয়া ফারিণের মতো জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন ময়লাভর্তি এক কন্টেনারের ঢাকনায় বসা, তাও আবার বিয়ের ল্যাহেঙ্গা পরে! পাশে কাক কুকুররা স্বভাবসুলভ ভঙ্গিতে হেটে চলে বেড়াচ্ছে। পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ^ত দত্তসহ আরও কয়েকজন তারকা। এ কেমন ‘অসময়’ এসে পড়লো, যে ডাস্টবিনের মধ্যে তারকারা!

আসলে তারকাশিল্পীদের ব্যক্তিজীবনে এমন দশা হওয়ার কোন প্রশ্নই ওঠে না। এটি কাজল আরিফিন অমির নির্মাণে তৈরী ‘অসময়’ ওয়েব ফিল্মের অফিসিয়াল পোস্টার। এ মাসেই দেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ছবিটি দেখতে পাবে দর্শক।

জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেদিন থেকেই দর্শক ছবিটি ওটিটিতে দেখতে পাবেন।

কাজল অরেফিন অমির কাজের মূল সম্পদ হলো সেন্স অব হিউমার। তিনি কমেডির মাধ্যমে বাস্তব জীবনের গল্প দারুণভাবে তুলে ধরেন। এই কাজটিও কি সেই ফর্মুলার থেকে কিছুদা আলাদা? নাকি একই? জানতে চাইলে ‘অসময়’ ছবিটির প্রধান চরিত্রের শিল্পী তাসনিয়া ফারিণ বলেন, ‘কমেডিকে কেন যেন মানুষ ছোট করে দেখেন। কিন্তু কমেডি করা কিন্তু সহজ কাজ নয়। সবার কমিক টাইমিং বা কমিক সেন্স ভালো থাকে না। এটা একটা গিফটেড থিং। আমার কমিক সেন্স কেমন না এখনি বলতে পারছি না। কারণ ওভাবে তো কমেডি ঘরানার কাজ করা হয়নি।

তবে অমি ভাইয়ের কাজ এতো বেশি মানুষের কাছে পৌঁছায় কারণ তিনি ব্লেসড। চমৎকারভাবে দর্শকের আবেগের সঙ্গে একাত্ব হতে পারেন। তার কমিক সেন্স খুবই ভালো। কমেডি যেহেতু অমি ভাইয়ের স্ট্রং পয়েন্ট অবিয়াসলি এ গল্পেও সেটা থাকছে। হিউমারের সাথে সাথে এমন একটা গল্প দেখা যাবে যাতে দর্শক এক সিনে হাসার পরক্ষনেই অন্য সিন নিয়ে ভাববে।’

রুনা খান বলেন, ‘আমি কাজটি নিয়ে আশাবাদী। সব মিলিয়ে মনে হচ্ছে এটি ২০২৪-এ আমার করা অন্যতম আলোচিত কাজ হতে পারে। গল্প নিয়ে এখন কিছুই বলব না। শুধু বলব, নতুন কিছু পাবেন অমির নির্মানে। আমি তার সঙ্গে কাজ করে মুগ্ধ। সবাই কাজটি দেখে তারপর জানাবেন কেমন লাগলো।’

‘অসময়’-এর গল্প প্রসঙ্গে নির্মাতা অমি বলেন, ‘এখানে আমি মূলত সমাজের শো-অফের গল্প দেখাতে চাই। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশী পটু! সেই বিষয়টাই এখানে উঠে এসেছে।’

ওয়েব ফিল্মটির প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “এই গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে। ‘অসময়’ হবে আমাদের পক্ষ থেকে দর্শকের জন্য নিউ ইয়ার গিফট!”