Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সিট ও জানালার গ্লাস পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করত বাসটি। বুধবার ভোর ৪টার দিকে পার্কিং করে থাকা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া আগুনের ফুলকি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে জীবন বাঁচান।

বাসচালক হানিফ মিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনি খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। তিনি কোনো রকম বাস থেকে বের হয়ে জীবন রক্ষা করেন। বাস থেকে নামার পর তিনি দেখেন একজন লোক দৌড়ে পালাচ্ছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুইয়া বলেন, ঘটনাটি ভোরের দিকে হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রকাশের সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সিট ও জানালার গ্লাস পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করত বাসটি। বুধবার ভোর ৪টার দিকে পার্কিং করে থাকা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া আগুনের ফুলকি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে জীবন বাঁচান।

বাসচালক হানিফ মিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনি খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। তিনি কোনো রকম বাস থেকে বের হয়ে জীবন রক্ষা করেন। বাস থেকে নামার পর তিনি দেখেন একজন লোক দৌড়ে পালাচ্ছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুইয়া বলেন, ঘটনাটি ভোরের দিকে হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।