নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অজ্ঞাত (৫০),বছরের এক নারী অজ্ঞাত (১৭) বছরের কিশোরী ও অজ্ঞাত (৩৬) বছরের এক যুবক। আহতরা হলেন শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও অজ্ঞাত(৩০)।
দুর্ঘটনায় আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে অফিসের কাজে ডেমরা এসেছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা কিছুই বলতে পারছেন না।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, সকালে ডেমরা স্টাফ রোডে বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকেরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া লেগুনাটি পুলিশ হেফাজতে আছে।
আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসের কাজে বের হন।
ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনায় ওঠেন মইনুদ্দিন। নামার কথা ছিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তার কিছুই মনে করতে পারছেন না তিনি।
তিনি বলেন, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিলেন। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।