নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ নেতা আরিফুল ইসলাম আরিফ এবং তার বন্ধু ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা সৌভিক করিম অর্জুন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে সাবেক এই দুই ছাত্রনেতার মোটরসাইকেলে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাবেক এই দুই ছাত্রনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণসংহতি আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা এই দুই ছাত্রনেতার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অত্যন্ত মেধাবী ও উচ্চ মানবিকতা সম্পন্ন এই দুজনের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের ভাষা আমাদের জানা নেই।
সাকি জানান, আজ দুপুর ২টায় ঢাকার ইস্কাটন গার্ডেন মসজিদে তাদের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ঢাকার সব বন্ধু সুহৃদ শুভানুধ্যায়ীদের উপস্থিতি প্রত্যাশা করছি।
এদিকে ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম আরিফের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে। তারা ঘাতক ট্রাক চালকের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।