বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মোমিন সেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান ড্রাইভার ও হেলপার দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) রাতে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বড়াইদহ এলাকার নারিশ ফিড কম্পানির সামনে ওই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকের চালক জেলার শাজাহানপুর উপজেলার করশালিক গ্রামের আব্দুল কুদ্দুস (৩৩) ও তার সহকারী (হেলপার) একই গ্রামের পারভেজ ইসলামকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোমিন সেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোদগাতি গ্রামের এশারত আলী সেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারিশ ফিড কম্পানি থেকে মাছের খাদ্য নেওয়ার জন্য কাভার্ড ভ্যানটি নিয়ে আসা হয়। একপর্যায়ে প্রধান ফটকের সামনে কাভার্ড ভ্যানটি ঘোরানোর সময় চাকায় পিষ্ট হয়ে শ্রমিক মোমিন সেখ গুরুতর আহত হন। পরে কম্পানির অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেন। কিন্তু হাসপাতার নেওয়ার পথেই মারা যান তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। এ ছাড়া উক্ত ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।