Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্প এক মিনিট কাঁপল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : 

শক্তিশালী ভূমিকম্পে এক মিনিটেরও বেশি সময় ধওে কেঁপে উঠেছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ। দেশটিতে ৬.২ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে দেশটির ওয়েবসাইট জিওনেটে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯.১৪ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে। যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। জিওনেট ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছেন।

যদিও ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জিওনেট জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ কিলোমিটার। ওই এলাকাটি ঐতিহাসিকভাবেই ৫ মাত্রার বেশি ভূমিকম্পের জন্য পরিচিত বলেও জানায় সংস্থাটি।

এমনকি উত্তর দ্বীপের অকল্যান্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। তবে নিউজিল্যান্ডে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে সতর্কতাও জারি হয়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে টিমারুর ডেপুটি মেয়র স্কট শ্যানন রেডিও এনজেডকে বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে পরীক্ষা চলছে।

এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চের দক্ষিণ দ্বীপের শহরটিতে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিলো। সে সময় ১৮৫ জন মারা গিয়েছিল এবং শহরটি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। সূত্র: ডেইলি মেইল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

শক্তিশালী ভূমিকম্প এক মিনিট কাঁপল নিউজিল্যান্ড

প্রকাশের সময় : ০৩:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

শক্তিশালী ভূমিকম্পে এক মিনিটেরও বেশি সময় ধওে কেঁপে উঠেছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ। দেশটিতে ৬.২ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে দেশটির ওয়েবসাইট জিওনেটে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯.১৪ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে। যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। জিওনেট ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছেন।

যদিও ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জিওনেট জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ কিলোমিটার। ওই এলাকাটি ঐতিহাসিকভাবেই ৫ মাত্রার বেশি ভূমিকম্পের জন্য পরিচিত বলেও জানায় সংস্থাটি।

এমনকি উত্তর দ্বীপের অকল্যান্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। তবে নিউজিল্যান্ডে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে সতর্কতাও জারি হয়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে টিমারুর ডেপুটি মেয়র স্কট শ্যানন রেডিও এনজেডকে বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে পরীক্ষা চলছে।

এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চের দক্ষিণ দ্বীপের শহরটিতে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিলো। সে সময় ১৮৫ জন মারা গিয়েছিল এবং শহরটি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। সূত্র: ডেইলি মেইল।