Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনার অদূরে রানাগাছা মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সোলায়মান (৫৫) ও আব্দুল মজিদকে (৪৮) মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হানিফ (৫৮), শফিকুল (৫৫), খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নালকে (৪২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথে জয়নাল ও সাহেদ আলীও মারা যান।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি পীরের বাড়িতে জুমার নামাজ পড়ার উদ্দেশে একটি ইজিবাইকযোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। গুরুতর আহত হানিফ উদ্দিন, খলিলুর রহমান ও শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান স্বপন বলেন, কান্দাপাড়া এলাকা থেকে শেরপুর জেলার মুর্শিদপুরের একজন পীরের বাড়ির মসজিদে জুমার নামাজের উদ্দেশে রওনা দেন তারা। রানাগাছা উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতেরা জুমার নামাজ পড়ার জন্য শেরপুর যাচ্ছিলেন। কিন্তু রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় এলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশের সময় : ০৬:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনার অদূরে রানাগাছা মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সোলায়মান (৫৫) ও আব্দুল মজিদকে (৪৮) মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হানিফ (৫৮), শফিকুল (৫৫), খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নালকে (৪২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথে জয়নাল ও সাহেদ আলীও মারা যান।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি পীরের বাড়িতে জুমার নামাজ পড়ার উদ্দেশে একটি ইজিবাইকযোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। গুরুতর আহত হানিফ উদ্দিন, খলিলুর রহমান ও শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান স্বপন বলেন, কান্দাপাড়া এলাকা থেকে শেরপুর জেলার মুর্শিদপুরের একজন পীরের বাড়ির মসজিদে জুমার নামাজের উদ্দেশে রওনা দেন তারা। রানাগাছা উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতেরা জুমার নামাজ পড়ার জন্য শেরপুর যাচ্ছিলেন। কিন্তু রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় এলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।