Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না : নানক

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না। ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন। না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে আপনাদের কীভাবে শৃঙ্খলায় আনতে হবে।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন এই ভালো লা লাগা পার্টির ভালো লাগছে না। তাদের আন্তর্জাতিক মোড়ল রয়েছে। সেই আন্তর্জাতিক মোড়ল যারা আমার স্বাধীনতার বিপক্ষে, সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতাকে পণ্ড করতে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না।

কোনও দেশর রক্তচক্ষু বা নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, বাঙালি অদম্য, বাঙালি এগিয়ে যেতে জানে। বাঙালিরা শক্তিশালি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয় করেছে। বাঙালি জাতিকে কোনও ভয় দেখিয়ে লাভ হবে না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সব রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন উল্লেখ করে নানক বলেন, এই ভূখণ্ডের স্বাধীনতা কোনও দলের দস্তাবেজ ধরে আসেনি। এই ভূখণ্ডের স্বাধীনতা প্রেমপত্রের মধ্যদিয়ে আসেনি। এর জন্য বঙ্গবন্ধুকে করতে হয়েছে দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রাম। বারবার মৃত্যু মুখোমুখি হতে হয়েছে। ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে। আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তি হয়েছিল। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, বাঙালি যদি হেসে খেলে বেড়ায় তাদের ভালো লাগে না। যাদের ভালো লাগে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা।

নানক বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর এখন অত্যাচার নির্যাতন চলছে। সাবেক বিশ্বসেরা ক্রিকেটার ইমরান খান গ্রেফতার হয়ে মুক্তি পেয়ে বলে- বাঙালির ওপর ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী নির্মম নির্যাতন করেছে। যেটি ছিলো অন্যায়, যেটি ছিলো অবিচার। পাকিস্তানের জনগণও এখন চায় সিঙ্গাপুর না হয়ে বাংলাদেশ হতে।

আয়োজক অ্যাকাডেমির গভর্নিং বোর্ডের সভাপতি প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না : নানক

প্রকাশের সময় : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না। ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন। না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে আপনাদের কীভাবে শৃঙ্খলায় আনতে হবে।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন এই ভালো লা লাগা পার্টির ভালো লাগছে না। তাদের আন্তর্জাতিক মোড়ল রয়েছে। সেই আন্তর্জাতিক মোড়ল যারা আমার স্বাধীনতার বিপক্ষে, সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতাকে পণ্ড করতে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না।

কোনও দেশর রক্তচক্ষু বা নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, বাঙালি অদম্য, বাঙালি এগিয়ে যেতে জানে। বাঙালিরা শক্তিশালি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয় করেছে। বাঙালি জাতিকে কোনও ভয় দেখিয়ে লাভ হবে না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সব রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন উল্লেখ করে নানক বলেন, এই ভূখণ্ডের স্বাধীনতা কোনও দলের দস্তাবেজ ধরে আসেনি। এই ভূখণ্ডের স্বাধীনতা প্রেমপত্রের মধ্যদিয়ে আসেনি। এর জন্য বঙ্গবন্ধুকে করতে হয়েছে দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রাম। বারবার মৃত্যু মুখোমুখি হতে হয়েছে। ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে। আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তি হয়েছিল। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, বাঙালি যদি হেসে খেলে বেড়ায় তাদের ভালো লাগে না। যাদের ভালো লাগে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা।

নানক বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর এখন অত্যাচার নির্যাতন চলছে। সাবেক বিশ্বসেরা ক্রিকেটার ইমরান খান গ্রেফতার হয়ে মুক্তি পেয়ে বলে- বাঙালির ওপর ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী নির্মম নির্যাতন করেছে। যেটি ছিলো অন্যায়, যেটি ছিলো অবিচার। পাকিস্তানের জনগণও এখন চায় সিঙ্গাপুর না হয়ে বাংলাদেশ হতে।

আয়োজক অ্যাকাডেমির গভর্নিং বোর্ডের সভাপতি প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।