Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি বিষোদগার করছে : কাদের

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারাসহ বিএনপি প্রধানমন্ত্রীর এবারকার বিদেশ সফর নিয়ে বিষোদগার করতে শুরু করেছে।

শনিবার (৬ মে) বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর এবারকার বিদেশ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সফর। কিন্তু এই সফর নিয়ে অনেকের অন্তরজ্বলা আছে আমরা জানি।

সেতুমন্ত্রী বলেন, আমরা একটি কথাই বলব, আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই প্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে আসলে এটি একটি ঐতিহাসিক সফর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এই সভার আয়োজন করা হয়েছে। তাছাড়া মাঝেমধ্যে এভাবে দলের স্বার্থে দেখা-সাক্ষাৎ করাও জরুরি।

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে সেতুমন্ত্রী বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে। নির্বাচনে হেরে যাবে যেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে।

সেতুমন্ত্রী বলেন, যেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অপবাদ দিয়ে সরে গেছে, সেই বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে। ২৫ হাজার কোটি টাকার ঋণ চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রীকে বিএনপিএর ধন্যবাদ দেয়া উচিত জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন, বিএনপির আছে চুরি, দুর্নীতি, লুটপাট, আগুন সন্ত্রাস। কোন দৃশ্যমান উন্নয়ন তারা জনগনকে দিতে পারেনি।

বিএনপি আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে জনগনের ভোটে বিএনপির জেতার কোন সম্ভাবনা নেই।

বিএনপিকে অবৈধ দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বিএনপির অবৈধ মহাসচিব।

বিএনপি ইলেকশন করবে না বলে, কিন্তু ঘোমটা পরে করবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ধানের শীষ নিয়ে নির্বাচন না করে স্বতন্ত্র হয়ে ইলেকশন করবে। আর বিএনপির ইলেকশন মানে ভাগাভাগি, মনোনয়ন বাণিজ্য।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি বিষোদগার করছে : কাদের

প্রকাশের সময় : ১২:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারাসহ বিএনপি প্রধানমন্ত্রীর এবারকার বিদেশ সফর নিয়ে বিষোদগার করতে শুরু করেছে।

শনিবার (৬ মে) বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর এবারকার বিদেশ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সফর। কিন্তু এই সফর নিয়ে অনেকের অন্তরজ্বলা আছে আমরা জানি।

সেতুমন্ত্রী বলেন, আমরা একটি কথাই বলব, আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই প্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে আসলে এটি একটি ঐতিহাসিক সফর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এই সভার আয়োজন করা হয়েছে। তাছাড়া মাঝেমধ্যে এভাবে দলের স্বার্থে দেখা-সাক্ষাৎ করাও জরুরি।

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে সেতুমন্ত্রী বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে। নির্বাচনে হেরে যাবে যেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে।

সেতুমন্ত্রী বলেন, যেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অপবাদ দিয়ে সরে গেছে, সেই বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে। ২৫ হাজার কোটি টাকার ঋণ চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রীকে বিএনপিএর ধন্যবাদ দেয়া উচিত জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন, বিএনপির আছে চুরি, দুর্নীতি, লুটপাট, আগুন সন্ত্রাস। কোন দৃশ্যমান উন্নয়ন তারা জনগনকে দিতে পারেনি।

বিএনপি আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে জনগনের ভোটে বিএনপির জেতার কোন সম্ভাবনা নেই।

বিএনপিকে অবৈধ দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বিএনপির অবৈধ মহাসচিব।

বিএনপি ইলেকশন করবে না বলে, কিন্তু ঘোমটা পরে করবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ধানের শীষ নিয়ে নির্বাচন না করে স্বতন্ত্র হয়ে ইলেকশন করবে। আর বিএনপির ইলেকশন মানে ভাগাভাগি, মনোনয়ন বাণিজ্য।