নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর চকবাজারে সিরামিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। চতুর্দিক থেকে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালায় তারা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত একটি সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।