স্পোর্টস ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নাটকীয়তার যেন শেষ নেই! লিগ পর্বের শেষ রাউন্ডে সেই রোমাঞ্চকর লড়াইয়ের রেশ থাকতেই আবারও পরস্পরের মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। রিয়াল সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে হেরে। প্লে-অফে তাদের বিপক্ষেই আবারো মাঠে নামতে হবে স্প্যানিশ পরাশক্তিদের।
শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোর প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাতে শেষ হয় এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব। একই সময়ে শুরু হয় ১৮টি ম্যাচ। রোমাঞ্চ-উত্তেজনার ভেলায় চেপে ঘড়ির কাঁটা এগিয়ে চলার পাশাপাশি দফায় দফায় পরিবর্তন আসতে থাকে পয়েন্ট তালিকা ও সমীকরণে।
পয়েন্ট তালিকার সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যেতে রিয়ালের ড্র হলেই চলত। তবে চলতি আসরে টিকে থাকতে ঘরের মাঠে বেনফিকার জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। শুধু তা-ই নয়, নির্দিষ্ট ব্যবধানে জিততে হতো তাদের, যাদের তারা প্লে-অফে নাম লেখাতে পারে। আর এই ম্যাচটিই শেষ হয় সবার শেষে।
যোগ করা সময়ে একদম শেষ শটে বল জালে পাঠায় কোচ জোসে মরিনহোর বেনফিকা। সতীর্থের ফ্রি-কিকে পোস্ট ছেড়ে উঠে এসে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। ৪-২ গোলের অবিশ্বাস্য জয়ে ২৪তম হয়ে প্লে-অফ নিশ্চিত করে বেনফিকা। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে তারা পেছনে ফেলে অলিম্পিক মার্সেইকে। অন্যদিকে, নবম হওয়ায় কপাল পোড়ে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ী রিয়ালের।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে মোনাকোর। দুটিই ফরাসি ক্লাব। শেষ দিনে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ড্র করায় ১১তম হয় তারা। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান মোকাবিলা করবে নবাগত নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটকে। গতবারের রানার্সআপরা লিগ পর্ব শেষ করে দশম স্থানে থেকে।
প্লে-অফের প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। এরপর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে ফিরতি লেগের ম্যাচগুলো।
শেষ ষোলোর প্লে-অফে যারা মুখোমুখি:
মোনাকো-পিএসজি
গালাতাসারাই-ইউভেন্তুস
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
বরুশিয়া ডর্টমুন্ড-আতালান্তা
কারাবাগ-নিউক্যাসল ইউনাইটেড
ক্লাব ব্রুজ-আতলেতিকো মাদ্রিদ
বোদো/গ্লিমট-ইন্টার মিলান
অলিম্পিয়াকোস-বায়ার লেভারকুজেন
স্পোর্টস ডেস্ক 
























