Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি : প্রেস সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যেসব সমুদ্রগামী জাহাজের ন্যূনতম ধারণক্ষমতা ৫ হাজার বিডব্লিউটির ঊর্ধ্বে তা আমদানির ক্ষেত্রে আরোপণীয় মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদ মনে করে এই অব্যাহতির মাধ্যমে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট সেক্টর-উভয় সেক্টর থেকে আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ কেনা হবে। সমুদ্রগামী জাহাজশিল্পকে উৎসাহ প্রদান,বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে সমুদ্রগামী জাহাজ ন্যূনতম ৫০০০ বিডব্লিউটি’র উর্ধ্বে আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপণীয় ৭ দশমিক ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রদান করা যেতে পারে।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ এবং আসন্ন ১৫ তারিখ ওআইসি বৈঠকে তার অংশগ্রহণ সম্পর্কেও উপদেষ্টা পরিষদের বৈঠকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছেন বলে জানিয়ে শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যখাত, নারী সংস্কার কমিশনসহ সংস্কার কমিশনের আপডেট জানানো হয় বৈঠকে। অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবেন।

তিনি বলেন, ৫১টি সংস্কার বাস্তবায়ন হয়েছে। ২৪৬টি বাস্তবায়নাধীন রয়েছে। উপদেষ্টারা নিজেরা অনেক রকম কাজ করছেন। এনবিআর ব্যাংকিংসহ বিভিন্ন জায়গায় কাজ হয়েছে।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্যখাত, নারী সংস্কার কমিশনসহ বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রমের আপডেট উপস্থাপন করা হয়।

ব্রিফিংয়ে এ আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি : প্রেস সচিব

প্রকাশের সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যেসব সমুদ্রগামী জাহাজের ন্যূনতম ধারণক্ষমতা ৫ হাজার বিডব্লিউটির ঊর্ধ্বে তা আমদানির ক্ষেত্রে আরোপণীয় মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদ মনে করে এই অব্যাহতির মাধ্যমে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট সেক্টর-উভয় সেক্টর থেকে আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ কেনা হবে। সমুদ্রগামী জাহাজশিল্পকে উৎসাহ প্রদান,বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে সমুদ্রগামী জাহাজ ন্যূনতম ৫০০০ বিডব্লিউটি’র উর্ধ্বে আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপণীয় ৭ দশমিক ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রদান করা যেতে পারে।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ এবং আসন্ন ১৫ তারিখ ওআইসি বৈঠকে তার অংশগ্রহণ সম্পর্কেও উপদেষ্টা পরিষদের বৈঠকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে জোর দিয়েছেন বলে জানিয়ে শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যখাত, নারী সংস্কার কমিশনসহ সংস্কার কমিশনের আপডেট জানানো হয় বৈঠকে। অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবেন।

তিনি বলেন, ৫১টি সংস্কার বাস্তবায়ন হয়েছে। ২৪৬টি বাস্তবায়নাধীন রয়েছে। উপদেষ্টারা নিজেরা অনেক রকম কাজ করছেন। এনবিআর ব্যাংকিংসহ বিভিন্ন জায়গায় কাজ হয়েছে।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্যখাত, নারী সংস্কার কমিশনসহ বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রমের আপডেট উপস্থাপন করা হয়।

ব্রিফিংয়ে এ আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।