নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে। আশা করি আসন্ন জাতীয় নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। পুলিশকে অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া ও নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বারা পরিচালিত হয়। আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে।
তিনি বলেন, অতএব এখন যার কাছে যে তেলটা আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।
প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি আরো বলেন নির্বাচন ঘিরে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন মাঠপর্যায়ে প্রশিক্ষণ শুরু হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশে স্বচ্ছ নিয়োগ ও পোস্টিং নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের রিক্রুটমেন্ট ছিল একদম ফেয়ার। মন্ত্রণালয় থেকে কাউকে সাজেস্ট করা হয়নি। পোস্টিং হচ্ছে লটারির মাধ্যমে। আমি যতদিন থাকব, এ নীতি বহাল থাকবে।
এ সময় অতীতের সাফল্যগুলো যথাযথভাবে প্রচার না হওয়ার বিষয়ে আক্ষেপ করেন তিনি। আমাদের ব্যর্থতা বড় করে দেখানো হলেও, সফলতার খবর কেউ বলে না—বলেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু ব্যক্তিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্তিত্ব হারানো একটি অপারেশনের কার্যক্রম এখনো চলছে। কিছু ফ্যাসিস্ট সহযোগী জামিনে বের হয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপচেষ্টা হলে, আমরা প্রস্তুত আছি তা মোকাবিলার জন্য।
নির্বাচনের আগে নিরাপত্তা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সবার সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।